সংগঠনের নিয়মাবলী অনুসরণ করে সদস্যপদ আবেদন করুন। নিচের ধাপ ও যোগ্যতাসমূহ ভালোভাবে পড়ুন এবং শেষে আবেদন ফরম পূরণ করুন।
🧾 সদস্যপদের ধরন ও যোগ্যতা
সাধারণ সদস্য
- কার্য এলাকায় স্থায়ীভাবে বসবাসরত সমাজসেবামূলক কাজে আগ্রহী হতে হবে
- আগ্রহী ব্যক্তিকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কার্যকরী সদস্য
- কার্যকরী পরিষদে অংশগ্রহণকারী সভাপতি বা সাধারণ সম্পাদক হতে হলে HSC/সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।।
- কার্যকরী পরিষদে আগ্রহী অন্যান্য সদস্যদের সংগঠনের সাথে নূন্যতম দুই বছর সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে।
আজীবন সদস্য
- সংগঠনের সাথে কমপক্ষে ১০ বছর সম্পূর্ন চাঁদা প্রদান করে সক্রিয় থাকতে হবে।
- এককালীন ৫০,০০০/- টাকা অথবা সমমূল্যের সম্পদ প্রদানের মাধ্যমে সদস্যপদ লাভ করা যাবে।
উপদেষ্টা সদস্য
- সমাজসেবা, শিক্ষা, প্রশাসন, বা নেতৃত্বমূলক কাজে অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- নৈতিক চরিত্রে উত্তম, সমাজে সম্মানিত ও বিশ্বাসযোগ্য ব্যক্তি হতে হবে।
- সংগঠনের উন্নয়ন, পরিকল্পনা বা কার্যক্রমের প্রতি আন্তরিক আগ্রহ ও অঙ্গীকার থাকতে হবে।
প্রতিষ্ঠাতা সদস্য
- সংগঠনের প্রতিষ্ঠায় যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং সময়, অর্থ, পরিকল্পনা বা অন্যান্য সম্পদ দিয়ে সংস্থার গঠন ও কার্যক্রম স্থাপন করেছেন তারাই প্রতিষ্ঠাতা সদস্য।
সদস্যপদ বাতিলের কারণ
- সংগঠনের নিয়ম বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে সম্পৃক্ততা।
- দ্বিবার্ষিক সভায় পরপর তিনবার অনুপস্থিত থাকা।
- ২ বছরের বেশি সময় চাঁদা না পরিশোধ করা।
- সংগঠনের স্বার্থহানি, মৃত্যু বা মানসিক অস্বাস্থ্য।
- আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া বা নাগরিকত্ব হারানো।
সদস্যপদ পুনর্বহাল
- লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করে পুনরায় আবেদন করতে হবে।
- বকেয়া ফি বা চাঁদা পরিশোধ করতে হবে।
- কার্যকরী পরিষদের অনুমোদনের পর পুনরায় সদস্যপদ প্রদান করা হবে।
সাধারণ সদস্যদের অধিকার
- সংস্থার গঠনতন্ত্র সম্পর্কে ধারণা থাকা।
- ভোটাধিকার প্রয়োগের সুযোগ।
- নির্বাচনে অংশগ্রহণের অধিকার।
- সংস্থার বাজেট, পরিকল্পনা ও হিসাব অনুমোদনে অংশগ্রহণ।
- সংগঠনের সকল কার্যক্রমে অংশগ্রহণের অধিকার।
সদস্যপদ আবেদন ফরম