আমাদের কার্যক্রম ও উদ্যোগ

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন তার প্রতিষ্ঠালগ্ন থেকে কার্য এলাকা উদীয়মান শিক্ষিত মেধাবী তরুন, ক্রীড়া পারদর্শী যুবকদের নিয়ে নানা শিক্ষাও সমাজসেবা মূলক কার্যক্রমের মাধ্যমে তাদের সাংগঠনিক ও সামাজিক দ্বায়িত্ব পালন করে আসছে৷ তার ধারাবাহিকতায় বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করাই এর প্রধানতম দায়িত্ব। সংগঠন কর্তৃক আয়োজিত নানা রকম শিক্ষা ও সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন পদ্ধতির সমূহের মাঝে উল্লেখযোগ্য হলো:

ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট

আইয়ুব স্মৃতি মেধা বৃত্তি

বানিয়ারছিট গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর মরহুম এস. এম. মোজাম্মেল হক আইয়ুব-এর স্মৃতিকে শ্রদ্ধাভরে ধারণ করে তাঁর মৃত্যুর পরবর্তী বছর ২০১২ সাল থেকে বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন প্রতি বছর “আইয়ুব স্মৃতি মেধা বৃত্তি” পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার মানোন্নয়ন, প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও মেধার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে এই বৃত্তি কার্যক্রমটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগে পরিণত হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী তাদের মেধার স্বীকৃতি পেয়েছে এবং নতুন ভাবে শিক্ষার প্রতি অনুপ্রাণিত হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে আইয়ুব স্মৃতি মেধা বৃত্তি ও বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন সকলের আস্থা অর্জন করে অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, অভিবাবক, শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে ভূয়সী প্রশংসা ও সুনাম অর্জন করেছে।

শিক্ষা ও মেধা বৃত্তি

ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট

খেলাধুলার মাধ্যমে মন ও শরীরকে উজ্জীবিত রেখে তরুন ও যুবকদের নেতৃত্বের গুনাবলি বিকাশ ও দায়িত্ব পালনে আগ্রহী করে গড়ে তুলতে বানিয়ারছিট ও আশে পাশের গ্রামের ক্রীড়া পারদর্শী তরুনদের নিয়ে বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন প্রতি বছর আলাদা আলাদা ভাবে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে৷ এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও বিজয়ী দলকে অনুপ্রেরণা ধরে রাখতে নানা ভাবে পুরষ্কার প্রদান করা হয়৷ এই টুর্নামেন্ট প্রতিটি খেলা এলাকাবাসীদের চিত্ত বিনোদনের অন্যতম একটি উপাদান।

বৃক্ষরোপণ কর্মসূচি

বার্ষিক ইফতার আয়োজন

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন নিয়মিত ভাবে প্রতি বছর রমজান মাসের ২৯ শে রমজান তাদের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকায়বাসীদের জন্য একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে। উক্ত আয়োজন বানিয়ারছিট ও আশেপাশের গ্রামের প্রবাসী, উচ্চবিত্ত পরিবার ও ব্যাক্তিবর্গ আর্থিক ভাবে সহায়তা করে থাকে৷ উক্ত ইফতার আয়োজন ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং সকল শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করে থাকেন যা ধর্মীয় সৌহার্দ্য ও গ্রামীন ঐতিহ্যের বন্ধন সুদৃঢ় করে৷

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সামাজিক উন্নয়ন ও সচেতনতা কার্যক্রম

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠার জন্য নিয়মিত উদ্যোগ গ্রহণ করে। জটিল ও কঠিন রোগের চিকিৎসার জন্য রোগীদের বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মাধ্যেম অর্থিক ভাবে সহায়তা করা হয়ে থাকে যা থেকে গ্রামের গরীব ও আসহায় রোগীরা সরাসরি উপকৃত হয়৷ গ্রামের তরুণদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, নারী ও শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক সেমিনারসহ নানা সমাজকল্যাণমূলক কাজ পরিচালনার মাধ্যমে একটি সচেতন, শিক্ষিত ও দায়িত্বশীল সমাজ গঠনে অবদান রাখছে।

সামাজিক উন্নয়ন উদ্যোগ

বার্ষিক পিকনিক

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশনের বার্ষিক পিকনিক সদস্যদের মাঝে আনন্দ, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার এক অনন্য আয়োজন। প্রতি বছর শীতকালীন সময়ে এই পিকনিক আয়োজন করা হয়, যেখানে সদস্যরা পরিবারসহ অংশগ্রহণ করেন। দিনব্যাপী নানা ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও উপহার বিতরণের মাধ্যমে দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও প্রাণবন্ত। এই আয়োজনের মাধ্যমে সদস্যদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয় এবং সংগঠনের প্রতি ভালোবাসা ও ঐক্যবোধ বৃদ্ধি পায়।

যোগাযোগ

বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন

ঠিকানা: বানিয়ারছিট বাজার, সখিপুর উপজেলা, টাঙ্গাইল।

ফোন: +880 1772-725445

ইমেইল: info@bsa-bd.com

সময়: প্রতিদিন সকাল ১০টা – রাত ১০টা