আইয়ুব স্মৃতি মেধা বৃত্তি
বানিয়ারছিট গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর মরহুম এস. এম. মোজাম্মেল হক আইয়ুব-এর স্মৃতিকে শ্রদ্ধাভরে ধারণ করে তাঁর মৃত্যুর পরবর্তী বছর ২০১২ সাল থেকে বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন প্রতি বছর “আইয়ুব স্মৃতি মেধা বৃত্তি” পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার মানোন্নয়ন, প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও মেধার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে এই বৃত্তি কার্যক্রমটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগে পরিণত হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী তাদের মেধার স্বীকৃতি পেয়েছে এবং নতুন ভাবে শিক্ষার প্রতি অনুপ্রাণিত হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে আইয়ুব স্মৃতি মেধা বৃত্তি ও বানিয়ারছিট স্কলারস এসোসিয়েশন সকলের আস্থা অর্জন করে অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, অভিবাবক, শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে ভূয়সী প্রশংসা ও সুনাম অর্জন করেছে।
